সাতসকালে মালদহের মানিকচকে বোমাবাজি। আর তার জেরেই মৃত্যু হল এলাকার এক কংগ্রেস নেতার। নিহত কংগ্রেস নেতার নাম মহম্মদ সইফুদ্দিন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এলাকায় পৌঁছেছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কংগ্রেস নেতার নাম মহম্মদ সইফুদ্দিন। তিনি ওই এলাকার প্রাক্তন প্রধান ছিলেন। কংগ্রেসের সক্রিয় নেতা বলে এলাকায় পরিচিত ছিলেন সইফুদ্দিন। বাজারের তাঁকে লক্ষ্য করে বোমা মারা হয়। কে বা কারা এই হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূলের লোকজন পরিকল্পনা করে হামলা চালিয়েছে। আগেও সইফুদ্দিনের পরিবারের এক জনকে দুষ্কৃতীরা খুন করে বলে দাবি পরিবারের সদস্যদের। পারিবারিক শত্রুতার জেরেই খুন বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মানিকচক এলাকা কার দখলে থাকবে, এনিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বিবাদ চলছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের এক নেতা খুন হয়েছিলেন মানিকচকে। সেই সময় অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে। আর এবার তৃণমূলের বিরুদ্ধে উঠল কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ।
পরিবারের এক সদস্যের দাবি, হামলার নেপথ্যে নাসির নামক এক জনের হাত রয়েছে। ওই ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত।