• facebook
  • twitter
Friday, 28 March, 2025

অনলাইনে করতে পারবেন জিডি, আরামবাগ থানার নয়া উদ্যোগ

সাধারণ মানুষের সুবিধার্থে  হুগলি গ্রামীণ পুলিশের এসপির নির্দেশে আরামবাগ থানায়  এই অনলাইনে জেনারেল ডায়রি অর্থাৎ 'ই-জিডি' চালু করা হল।

ল্যাপটপ হারিয়েছেন? কিংবা মোবাইল? খুঁইয়েছেন আঁধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি? মাথায় একরাশ দুশ্চিন্তা , অবিলম্বে থানায় গিয়ে ডায়রি করতে হবে। তবে আর নয়। আরামবাগ থানায় ডায়রি করতে হলে এবার আপনাকে সশরীরে উপস্থিত না হলেও চলবে। বাড়ি বসেই আপনি জিডি করতে পারবেন।

পুলিশ সূত্রে খব , সম্প্রতি আরামবাগ থানার উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগের আইসি রাকেশ সিং–এর পরিচালনায় থানা থেকে বসন্তপুর পার্কিং পর্যন্ত একটি র‍্যালি হয়েছিল। এই র‍্যালিতেই কিভাবে থানায় না গিয়েও অনলাইনে বাড়ি বসেই জেনারেল ডায়রি করতে পারবে তা নিয়ে প্রচার করা হয়।  মানুষের পাশে দাঁড়াতে এটি আরামবাগ পুলিশের একটি অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

অভিযোগ করার জন্য মানুষকে http://egd.hooghlyruralpd.in/ এই সাইটে যেতে হবে । অথবা , hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেও জেনারেল ডায়রি করা যেতে পারে। অভিযোগ জানানোর পর অনলাইনেই জিডি-র এন্ট্রি নম্বর জানতে পারবেন অভিযোগকারী ব্যক্তি।

আধারকার্ড, এটিএম কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ,ব্যাঙ্কের পাসবই থেকে শুরু করে  জন্ম-সার্টিফিকেট, মৃত্যু-সার্টিফিকেট,  ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাবিষয়ক শংসাপত্র, বিদ্যুৎ বিল, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট,পাসপোর্ট, রেলের পাস প্রভৃতি বিষয় অনলাইনে জেনারেল ডায়েরি করা যাবে । আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার্থে  হুগলি গ্রামীণ পুলিশের এসপির নির্দেশে আরামবাগ থানায়  এই অনলাইনে জেনারেল ডায়রি অর্থাৎ ‘ই-জিডি’ চালু করা হল।