জগদ্ধাত্রী পুজোর দশমীতে দুটি ক্লাবের সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। এলাকায় চরম উত্তেজনা। ঘটনাটি নদিয়া জেলার কৃষ্ণনগরের। গত বেশ কয়েকটি পুজোর বিসর্জনে কৃষ্ণনগরে অশান্তি হয়েছে। জগদ্ধাত্রী পুজোতেও তার অন্যথা হল না। এই ঘটনাত ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন।
সোমবার সন্ধ্যায় কৃষ্ণনগরে চলছিল প্রতিমা নিরঞ্জন। কৃষ্ণনগর শহরের প্রথা অনুসারে, প্রথমে প্রতিমা নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে। সেখান থেকে জলঙ্গির ঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমাকে। অভিযোগ, কে আগে রাজবাড়ি যাবে তাই নিয়ে দু’টি ক্লাবের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, সেই সময় বাঘাডাঙা বারোয়ারি পুজোর সদস্যদের ওপর লাঠি চালাতে শুরু করে পুলিশ। প্রকাশ্য রাস্তায় ফেলে পেটানো হয় ক্লাবের সদস্যদের।
বিসর্জনের শোভাযাত্রা দেখতে তখন রাস্তার পাশে হাজার হাজার মানুষের ভিড়। পুলিশের রণমূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ধাক্কাধাক্কিতে ভেঙে যায় রাস্তার পাশের ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাউড স্পিকারে ঘোষণা করে সাধারণ মানুষকে শান্ত করে পুলিশ।
এই ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ক্লাব সদস্যরা, যার জেরে নতুন করে উত্তেজনা ছড়ায়।
বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানাচ্ছেন, গত বেশ কয়েকটি পুজোর বিসর্জনে কৃষ্ণনগরে অশান্তি হয়েছে। প্রকাশ্য রাস্তায় সংঘর্ষে জড়িয়েছেন বিভিন্ন ক্লাবের সদস্যরা। বারবার এই ধরনের ঘটনায় পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।