• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

মাঠ থেকে সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার

এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে।

এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আব্দুর রউফ (৩৫)। তিনি সাগরপাড়া থানার কুতুবপুর এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবককে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাগরপাড়া থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতেন আব্দুর। ডিউটি সেরে ফিরতে রাত ১২টা বেজে যেত তাঁর। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবারও কাজে গিয়েছিলেন আব্দুর রউফ। রাত ১১টার সময় কাজও শেষ হয়ে যায়। কিন্তু, ডিউটি শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ফলে পরিবারের লোকেরা চিন্তায় পড়ে যান। পরিবারের সদস্যরা এলাকায় আব্দুরের খোঁজ চালান। পুলিশকেও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়।

রবিবার সকালে এলাকার লোকজন মাঠের মধ্যে এক ওই সিভিক ভলান্টিয়ারকে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই আশপাশের এলাকাতেও শোরগোল পড়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আব্দুরকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে ওই সিভিকের মৃত্যু হল, তা নিয়ে ধন্দে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

মৃতের পরিবারের বক্তব্য, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক। আব্দুরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক ধারনা, গভীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালানোয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মোটর সাইকেলের শকারে মধ্যে একটা পা আটকে ছিল ওই যুবকের।

মৃতের স্ত্রী মৌসুমি বিশ্বাস বলেন, ‘বাড়িতে কোনও মোবাইল না থাকায় ফোন করা যায়নি। তাছাড়া রাতে অনেকদিন ডিউটি থাকায় আমরা আর খোঁজ করিনি। স্বামীর ভালো কেউ দেখতে পারতেন না। স্বামী চাকরি করেন, তা নিয়ে এলাকার অনেকেরই হিংসা ছিল। আমার স্বামীকে খুন করা হয়েছে। দোষীদের শাস্তি চাই।’

ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘আব্দুর রউফ ডিউটি সেরে বেরিয়ে গিয়েছিলেন। মোটরবাইক চালিয়ে সাগরপাড়া থানার কুতুবপুরে নিজের বাড়িতে যাওয়ার পথে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মাথায় চোট রয়েছে। কোনওভাবে বাইক দুর্ঘটনার জেরে এই পরিণতি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’