• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

আবর্জনা সাফাইয়ের গাড়ি চাপা পড়ে শিশুর মৃত্যু

আবর্জনা সাফাইয়ের গাড়ি চাপা পড়ে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের।

আবর্জনা সাফাইয়ের গাড়ি চাপা পড়ে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের। রবিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। সেই সময়ই আর্বজনা সাফাইয়ের পুরসভার একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অতীতেও পুরসভার গাড়ি ওই এলাকায় আস্তে চালানোর কথা বলা হয়েছে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। পুত্রের এই পরিণতি মেনে নিতে পারছেন তাঁর বাবা। তিনি বিচারের দাবি জানিয়েছেন।

উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অংশ গড়। এদিকে এই দুর্ঘটনার প্রতিবাদে টিএন মুখার্জী রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুরসভার উপর ক্ষোভ উগরে দেন তাঁরা। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুর বাবা অখিল গড় বলেন, ‘রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পরে প্রস্তুত হচ্ছিলাম। আচমকা একটা একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর আগে অনেকবার গাড়ি আস্তে চালানোর জন্য হাতজোড় করে বারণ করেছি। কিন্তু শোনেনি। ঘরের সামনে এরকম একটা ঘটনা মানতে পারছি না।আমি বিচার চাই।’