শতবর্ষের সাংবাদিক সংগঠনে মিলন উৎসব বর্ধমানে

প্রতি বছরের মতো শতবর্ষ প্রাচীন সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল ‘মিলন উৎসব’। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা শাখার আয়োজনে এই মিলন উৎসব হয় লায়ন্স ক্লাবের সভাকক্ষে। জেলার সদস্য সাংবাদিকরা ছাড়াও কবি, শিল্পীরাও অংশ নেন। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা সম্মাননার ব্যাবস্থা ছিল। একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলা ইউনিটের জন্মলগ্ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা জানানো হয়। সংগীত, কবিতা আবৃত্তি, সমবেত নৃত্য, কথা আড্ডায় জমজমাট ছিল অনুষ্ঠানের কর্মসূচি।

এদিনের মিলন উৎসবে সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক এস সাবানায়কন, কার্য্যকরি সদস্য তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য শ্যামল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বর্ধমান লায়ন্স ক্লাবের রিজিওন চেয়ারম্যান জহর মণ্ডল। অনুষ্ঠানে আইজেএ-র শতবর্ষ উপলক্ষে বর্ধমান জেলা কমিটির ১১ জন প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা জানানো হয়। স্বাগত ভাষণ দেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা। সভাপতিত্ব করেন স্বপন মুখার্জি।

এদিনের অনুষ্ঠানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এস সাবানায়কন আইজেএ-র শতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। সভায় উপস্থিত সবচেয়ে প্রবীণ প্রাক্তন সভাপতি পল্লব রায় চৌধুরী সহ তিন জন সভাপতি ও পাঁচ জন প্রাক্তন সাধারণ সম্পাদককে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে এস সাবানায়কন, বর্ধমান জেলায় আইজেএ-র জন্ম লগ্নের সভাপতি শ্যামল মুখোপাধ্যায় ও প্রবীণ প্রাক্তন সভাপতি তারকনাথ রায়কে সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইজেএ-র কর্মসমিতির সহ সম্পাদক জগন্নাথ ভৌমিক।