• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

কেক কেটে, রোগীদের ফল, শীতবস্ত্র উপহার দিয়ে দলের জন্মদিন পালন

এই অনুষ্ঠান থেকেই আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর ডাক দেওয়া হয়। পরে হাসপাতাল ও নার্সিংহোমে গিয়ে ফল তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

সারা রাজ্যের সঙ্গে বছরের প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলা জুড়ে পালন হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন। কোথাও ফল মিষ্টি উপহার, কোথাও কেক কেটে দলীয় কর্মসূচি পালন করা হলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ২৮তম জন্মদিনে ২৮ কেজি ওজনের কেক কেটে পালন করা হলো। ব্লক তৃণমূল পার্টি অফিসে মহা সমারোহে এই অনুষ্ঠান হয়। একটি অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের নেতা তাবারক আলী মন্ডল সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি ও প্রধান উপ প্রধানরা। এই অনুষ্ঠান থেকেই আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর ডাক দেওয়া হয়। পরে হাসপাতাল ও নার্সিংহোমে গিয়ে ফল তুলে দেওয়া হয়েছে।

এদিন বর্ধমান শহরে তৃনমূল কংগ্রেসের জেলা দপ্তরে যথাযথ মর্যাদায় পালন হয় দলের জন্মদিন পালন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস‌‌‌, দলীয় মুখপাত্র প্রসেনজিৎ দাস, সংখ্যালঘু নেতা মহম্মদ আসরাফউদ্দিন সহ সমস্ত শাখা সংগঠনের নেতাকর্মীরা। অনাময় হাসপাতালে গিয়ে ফল উপহার দেওয়া হয় রোগীদের মধ্যে। খন্ডঘোষ ব্লকের বাদুলিয়া অফিসে সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়। ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা উপস্থিত থেকে কেক কেটে দলের জন্মদিন পালন করেন। জেলার পূর্বস্থলীতে দলের জন্মদিনে নানা মানবিক কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী স্বপন দেবনাথ। মেমারিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা হাসপাতালে গিয়ে রোগীদের ফল উপহার দেন। মঙ্গলকোটে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছিলেন বিধায়ক অপূর্ব চৌধুরী সহ অন্যান্যরা। গলসিতে শীত বস্ত্র উপহার দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে।