উত্তরবঙ্গের মিরিক লাগোয়া গয়াবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যাত্রীর। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটির গতি অতিরিক্ত ছিল। বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় সেটি। গয়াবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শনিবার সকাল ৮টা নাগাদ যাত্রীদের নিয়ে গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিল। গয়াবাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। খাদে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার্কে লামা নামে এক যাত্রীর। তিনি সিলোনা এলাকার বাসিন্দা ছিলেন। গুরুতর আহত হন বেশ কয়েকজন।
গুরুতর আহত গণপত প্রসাদ, ইসলামুদ্দিন আনসারি, নাংকা আলম, রাজু ছেত্রী সহ আরও দুই যাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও এক যাত্রীর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, গয়াবাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। কেন ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হবে।