• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

ঈদের আগে সর্বধর্ম সমন্বয়ের ডাক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে গুরুত্ব দিয়ে জেলা তথা রাজ্যের মধ্যে সবচেয়ে আয়োজনে ইফতার মজলিস হলো বর্ধমানে ।

ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে গুরুত্ব দিয়ে জেলা তথা রাজ্যের মধ্যে সবচেয়ে আয়োজনে ইফতার মজলিস হলো বর্ধমানে । জাত পাতের ভেদাভেদ ভোলাতে প্রতি বছরের মতো এবারও পূর্ব বর্ধমানে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে হলো ওই ইফতার মজলিস। রমজান মাসের প্রায় শেষের দিকে এই ইফতারের আয়োজন করা হয় স্থানীয় নেতাজী ময়দানে। সব ধর্ম সমন্বয়ের ডাক দিয়ে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হয় এই মজলিস। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলের তো বটেই ব্লকের গ্রাম পঞ্চায়েতের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শিখ , হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই হাজির ছিলেন। ছিলেন রাজ্যের মন্ত্রী , বিধায়ক, জনপ্রতিনিধি, জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিক সহ বিশিষ্ট ব্যাক্তিরা। বলা যায় এই অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট বসে যায়।জেলার মধ্যে আর কোথাও ইফতার উপলক্ষে এত বড়ো সমারোহের আয়োজন হয়নি। প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে একসঙ্গে বসিয়ে রোজা খোলার উদ্যোগ নেওয়া হলো। দুর্গাপজোয় বস্ত্র উপহার,শীতে কম্বলদান , রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো একাধিক কর্মসূচি চলে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে। এবারও সভাপতি মেহেমুদ খান এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মুসলিম ধর্মের মানুষের পাশাপাশি জাতপাতের বেড়াজাল ভেঙে সমস্ত ধর্মের লোকজন এদিন অনুষ্ঠানে যোগ দেন। অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জেলাশাসক আয়েষা রানী এ, রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু, জেলা পুলিশ সুপার শায়ক দাস, এসডিপিও অভিষেক মন্ডল, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক , জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, জামালপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নৌসাদ সাহেব সহ অন্যান্যরা।