• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

পুলিশবেশে প্রতারণা, হার-আংটি খোয়ালেন ব্যবসায়ী

পুলিশ সেজে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর গলার সোনার হার এবং দুটি সোনার আংটি ছিনতাই করল দুই দুষ্কৃতী। খড়গপুর লোকাল থানার ঘটনা।

পুলিশ সেজে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর গলার সোনার হার এবং দুটি সোনার আংটি ছিনতাই করল দুই দুষ্কৃতী। খড়গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুর কাঁসাই ব্রিজের কাছে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশ এখনো অবধি দুষ্কৃতীদের খোঁজ পায়নি।
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ খড়গপুর লোকাল থানার অন্তর্গত সতকুইয়ের বাসিন্দা, রামপদ জানা স্কুটি নিয়ে বাড়ি থেকে দু’কিমি দূরে মোহনপুর কাঁসাই ব্রিজের কাছে ফল কিনতে যান। ফলের দোকানের আগে গাড়ি দাঁড় করাতে পুলিশের মত জংলা ছাপ দেওয়া জ্যাকেট পরে এক যুবক এগিয়ে আসেন।

ওই যুবক পুলিশের পরিচয়পত্র দেখিয়ে রামবাবুর গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন। রামবাবু ওই যুবককে কোন থানার পুলিশ জানতে চাইলে যুবকটি জানান স্পেশাল ড্রাইভ চলছে। ছিনতাই হচ্ছে বলে এরপর তিনি রামবাবুকে সোনার হার, আংটি খুলে পকেটে ঢুকিয়ে রাখতে বলেন। আংটি ঠিকমত রেখেছেন কিনা পরীক্ষা করার জন্য পকেটে হাতও ঢোকান যুবকটি। এরপর নিজেদের বাইকে চেপে মেদিনীপুরের দিকে দ্রুতগতিতে বেরিয়ে যান। রামবাবু সঙ্গে সঙ্গেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ফের কাগজে মোড়া আংটি এবং সোনার হার পরীক্ষা করতে গিয়ে দেখেন হার ও আংটি উধাও হয়ে গিয়েছে।

রামপদ জানা বলেন, ‘মাঝেমধ্যে ফল নিতে দুপুরের দিকে মোহনপুরে যাই। মঙ্গলবার দুপুরেও সেভাবেই গেছিলাম। এইরকমভাবে প্রতারিত হব ভাবতে পারিনি। পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশও চেষ্টা করছে, দেখা যাক কী হয়।’ পুলিশ রাস্তায় বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করছে বলে জানা গিয়েছে।

News Hub