মুকুটমণিপুরের যাওয়ার পথে উল্টে গেল পর্যটক বোঝাই বাস, জখম ১৫

প্রতীকী চিত্র।

কলকাতা থেকে মুকুটমণিপুরের বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা। বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা এলাকায় উল্টে গেল পর্যটক বোঝাই বাস। এই ঘটনার জেরে জখম হয়েছেন ১৫ জন পর্যটক। গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে একটি বাস ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের বাগডিহার কাছে একটি পিক আপ ভ্যানের কাছাকাছি চলে আসে বাসটি। সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে যায় বাসটি। বাসের সিট থেকে ছিটকে পড়েন পর্যটকরা।

এই ঘটনায় বেশ কয়েকজন পর্যটক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


আহতরা কলকাতার বাইপাস সংলগ্ন রুবি এলাকার বাসিন্দা। সকলে মিলে একসঙ্গে মুকুটমণিপুর যাচ্ছিলেন। ইন্দপুর থানার পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।