• facebook
  • twitter
Thursday, 28 November, 2024

বর্ধমানে জলাভূমি ভরাটের কাজ বন্ধ করলেন পৌরসভার চেয়ারম্যান

বর্ধমান শহরের ইছলাবাদে শশাঙ্ক বিল নামে একটি জলাভূমি রয়েছে। সেই জলাভূমি ভরাট করেই চলছিল হাউসিং কমপ্লেক্স গড়ার কাজ।

বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার। ছবি: সমাজমাধ্যম।

বেআইনি ভাবে জলাভূমি ভরাটের কাজ বন্ধ করে দিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। বর্ধমান শহরের ইছলাবাদে শশাঙ্ক বিল নামে একটি জলাভূমি রয়েছে। সেই জলাভূমি ভরাট করেই চলছিল হাউসিং কমপ্লেক্স গড়ার কাজ। বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর পৌরসভার চেয়ারম্যান নিজে সরেজমিনে গিয়ে ঘুরে দেখেন। তারপরই কাজ বন্ধের নোটিশ জারি করেন। আর এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।
কয়েক দিন আগে শহর বর্ধমানে শশাঙ্ক বিল ভরাটের খবর নিয়ে শহরে বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ছিল ওই বিল ভরাট করে হাউসিং কমপ্লেক্স গড়ার কাজ শুরু করেছে একটি সংস্থা।এই ঘটনার কথা জানাজানি হতেই বর্ধমান পৌরসভার কাছে অভিযোগ পৌঁছে যায়। জানা গেছে ওই বিলের চারপাশে পাঁচিল ঘিরে দিয়ে ভিতরে গোপনে কাজ চলছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে পৌরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে এলাকায় যান চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। মাপজোক করে দেখা যায় দুটি দাগে বেআইনি ভাবে নির্মানের কাজ চলছে। পৌরসভার প্রতিনিধি দলের মধ্যে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরাও ছিলেন। তারাও বিষয়টি খতিয়ে দেখেন। চেয়ারম্যান সকলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে জেলাশাসক আয়েষা রানী বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানাবেন বলে সূত্রের খবর।
তবে শশাঙ্ক বিল এর চরিত্র বদল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। তবে বিলের চরিত্র বদল হলেও নির্মাণকাজ করার জন্য পৌরসভার কাছে কোন রকম অনুমতি নেওয়া হয় নি বলে গুরুতর অভিযোগ রয়েছে। ২১২ এবং ২১৪ দাগের মধ্যে বেআইনি নির্মান হচ্ছে বলে জানার পর আপাতত কাজ বন্ধের নোটিশ জারি করলো বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ। সূত্রের খবর বিলের প্রায় ২৭ বিঘার মতো জায়গায় হাউসিং কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। এ নিয়ে শহরের বাসিন্দারা সরব হয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলো। এমনকি ওই জলাভূমি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও চলছে। তার পরেও কি ভাবে নির্মান কাজ শুরু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সূত্রের খবর কোন এক প্রভাবশালীর মদতেই এই কাজ শুরু হয়। সর্বশেষ খবর এ নিয়ে জেলাশাসকের সঙ্গে সকল পক্ষের বৈঠকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও নির্মাণকারী সংস্থা জানিয়েছে ১৯১ দাগ শশাঙ্ক বিল এর আওতায়। সেখানে কিছু হচ্ছে না। শশাঙ্ক বিলের চরিত্র বদলেও তাদের কোন ভূমিকা নেই। জমির কাগজপত্র দেখে পৌরসভার হোল্ডিং নাম্বার পাওয়া গিয়েছে।