• facebook
  • twitter
Monday, 13 January, 2025

খেলতে গিয়ে বিপত্তি, বোমা ফেটে আহত বালক

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম বছর দশের বালক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার হাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।

প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম বছর দশের বালক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গার হাজারহাট গ্রামপঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি লাগোয়া এক ফাঁকা জায়গায় খেলতে গিয়েছিল দশ বছরের চন্দ্রকুমার বর্মণ। তখনই লাগোয়া এক ঝোপে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়েরা। তারপর চন্দ্রকুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, তাঁর হাতে এবং পায়ে গুরুতর চোট লেগেছে। ঘটনার পরেই এলাকায় আসে পুলিশ। ঘটনাকে ঘিরে পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটেই দুর্ঘটনা ঘটেছে। এলাকায় আর কোথাও বোমা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে স্থানীয়দের অভিযোগ, দিন কয়েক আগেই এলাকায় দুষ্কৃতী হামলা হয়। চলে ব্যাপক বোমাবাজিও। সেই থেকেই এলাকায় বোমা পড়ে থাকতে পারে বলে অনুমান তাঁদের।