সামশেরগঞ্জে স্কুল পড়ুয়াকে গণপিটুনির জেরে বোমাবাজি

প্রতীকী চিত্র

চোর সন্দেহে এক স্কুল পড়ুয়াকে গণপিটুনি। তার জেরে রণক্ষেত্র সামশেরগঞ্জ। শুক্রবার রাতে এখানকার শুলিতলা এলাকায় এই ঘটনার জেরে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ছোঁড়া হয় ইট-পাটকেল। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের দিকে। আক্রান্ত যুবকের নাম নাঈম শেখ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ। আক্রান্ত যুবক কাঞ্চনতলা পঞ্চায়েতের উপপ্রধান সামিরুল হকের বিরুদ্ধে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। যদিও উপপ্রধান সামিরুল হক আক্রান্ত নাঈম শেখকে সমাজবিরোধী বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই সংঘর্ষের জন্য আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর নেতৃত্বে এলাকায় এই অশান্তি করা হচ্ছে।

আনোয়ার হোসেন পাল্টা দাবি করেছেন, ‘নাইম শেখকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। বোনের বাড়ি থেকে আসার পথেই চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে। নিজেরাই আলো নিভিয়ে বোমাবাজি করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’


জানা গিয়েছে, সামশেরগঞ্জের গোবিন্দপুরে বোনের বাড়িতে যায় স্কুল পড়ুয়া যুবক নাঈম শেখ। শুক্রবার সেখান থেকে শুলিতলার দক্ষিণপাড়ায় নিজের বাড়িতে আসছিল সে। শুলিতলা পূর্ব পাড়ায় ঢুকতেই তাকে চোর সন্দেহে তাড়া করে কয়েকজন গ্রামবাসী। তাকে মারধরও করে। এই ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠে শুলিতলার দক্ষিণপাড়ার বাসিন্দারা। বিক্ষুব্ধরা এলাকার ট্রান্সফরমার বন্ধ করে দেয়। ছোঁড়া হয় ইটপাটকেল। এমনকি দেদার বোমাবাজিও করা হয়।