• facebook
  • twitter
Friday, 11 April, 2025

হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ, নিখোঁজ বান্ধবী

বান্ধবীর সঙ্গে হোটেলে সময় কাটানোর পর সেই ঘর থেকেই উদ্ধার হল যুবকের মৃতদেহ। সোদপুরের ঘোলা থানা এলাকার মুড়াগাছার ঘটনা।

ফাইল ছবি

বান্ধবীর সঙ্গে হোটেলে সময় কাটানোর পর সেই ঘর থেকেই উদ্ধার হল যুবকের মৃতদেহ। সোদপুরের ঘোলা থানা এলাকার মুড়াগাছার ঘটনা। মৃতের নাম বাবলু মণ্ডল (৩৫) বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

সূত্রের খবর, রবিবার দুপুরের দিকে মুড়াগাছা এলাকার ওই হোটেলে এক বান্ধবীকে নিয়ে উঠেছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বাবলু। সেই দিন বিকেলের দিকে একবার বাইরেও যান দুজনে। তবে তারপর হোটেলে ফিরে আর দেখা যায়নি কাউকে। অন্যদিকে হোটেল ছাড়ার সময় হয়ে গেলে যুবককে ডাকতে যান হোটেলের কর্মীরা। তখন দেখা যায় ঘরের মধ্যেই উপুড় হয়ে পড়ে রয়েছে বাবলু। খোঁজ নেই যুবকের বান্ধবীর। ভয়াবহ দৃশ্য দেখে হোটেলের কর্মীরাই ঘোলা থানায় খবর দেন। তারপর পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় পানিহাটি হাসপাতালে। সেখানেই যুবকের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই যুবকের বান্ধবীর খোঁজ শুরু করেছে পুলিশ। যুবক আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।