• facebook
  • twitter
Monday, 28 April, 2025

রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ। তাঁকে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।

প্রতীকী ছবি

জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ। তাঁকে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। মৃতের মুখে ওড়না জড়ানো ছিল বলেই খবর প্রাথমিক সূত্রে। পায়ে মিলেছে গভীর ক্ষতও।

মঙ্গলবার সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ার মনসাতলা এলাকায়। ওই এলাকার মধ্যে দিয়েই গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। এ দিন সকালে স্থানীয়েরাই প্রথমে এক ব্যক্তিকে মুখে ওড়না জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

প্রাথমিক সূত্রের খবর, মৃত দেহের পাশে কোনও রক্তের দাগ মেলেনি। যা দেখে স্থানীয়দের অনুমান, তাঁকে অন্য এলাকায় খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছুই স্পষ্ট হবে না বলে দাবি পুলিশের। পাশাপাশি, ব্যক্তির পরিচয় জানতে পার্শ্ববর্তী থানার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।