ব্যারাকপুরে উদ্ধার বৃদ্ধার গলাকাটা দেহ, তদন্তে পুলিশ

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানা এলাকার ডায়মণ্ড পার্ক সংলগ্ন ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার গলাকাটা দেহ। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এবার ব্যারাকপুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধার গলাকাটা দেহ। দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পল্লাদহ শিমুলতলা মথুরাবিল গ্রামে। মৃতের নাম বছর আশির ফুলজান বিবি। পরিবার সূত্রে খবর, এ দিন সকালে বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় দেখতে পান তাঁর মেয়ে। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় স্থানীয় হাসপাতালে।

সূত্রের খবর, বছর আশির ওই বৃদ্ধা রাতে একাই ঘুমিয়েছিলেন। সকালে বাড়ির কাজ সারার পর মা উঠছে না দেখে তাঁকে ডাকতে যায় মেয়ে। বারবার ডাকা সত্ত্বেও মা-র সাড়া না পেয়ে শেষে দরজা ভাঙেন মৃতার আত্মীয়েরা। তখন দেখা যায়, বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। গলার নলি কাটা ছিল বলেই জানা গিয়েছে। ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও মৃতার পরিবারের সদস্য এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।