• facebook
  • twitter
Friday, 15 November, 2024

বাজি থেকে বিস্ফোরণ উলুবেড়িয়ায়, একাধিক বাড়িতে ফাটল

মধ্যরাতে কেঁপে উঠল হাওড়া জেলার উলুবেড়িয়া। শনিবার রাত ১টা নাগাদ উলুবেড়িয়ার তাঁতিপাড়ার একটি বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

মধ্যরাতে কেঁপে উঠল হাওড়া জেলার উলুবেড়িয়া। শনিবার রাত ১টা নাগাদ উলুবেড়িয়ার তাঁতিপাড়ার একটি বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরাল ছিল যে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। দরজা-জানলার কাচ ভেঙে পড়ে। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার বাজি ফাটাতে গিয়ে বিস্ফোরণ ঘটে উলুবেড়িয়ায়। প্রাণ হারায় তিনটি শিশু। জখম হয় এক কিশোরী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা বিকট শব্দ শোনা যায়। তার কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক বাড়ির দরজা জানলার কাচ ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগে ঘরে থাকা আসবাবপত্রগুলিও উল্টে যায়। অনেকেই দেখতে পান, তাঁদের ঘরে ফাটল ধরেছে। মধ্যরাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি বাড়িয়ে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওই বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

শুক্রবার উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বাজি থেকে বিস্ফোরণ ঘটে। একটি বাড়িতে প্রচুর বাজি রাখা ছিল। সেই বাড়ির পাশেই কয়েকটি শিশু বাজি ফাটাচ্ছিল। কোনওভাবে বাজির স্ফূলিঙ্গ ওই বাড়িতে মজুত থাকা বাজির সংস্পর্শে আসে। বিরাট বিস্ফোরণ ঘটে এলাকায়। মৃত্যু হয় তিনটি শিশুর।