এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পেল বিজেপি। দীর্ঘ টালবাহানার পরে রবিবার নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৮ টি এবং বিজেপি ১৮ টি আসনে এবং সিপিআইএম ৭টি আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায় বিজেপি ১৮ আসনের মধ্যে ১৫টি জয় লাভ করে বোর্ড দখল করেছে। আর তৃণমূল সমর্থিতরা পান ৩ টি আসন। এই জয়ের পরে আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সকর্থক থেকে নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, “এই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। দীর্ঘ টালবাহানার ওপর ভোট হল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশের ভোট হল।” গত বছর তাজপুর ও সুতাহাটার বৈষ্ণবচকে সমবায় নির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল। যদিও সে বছর এগরার সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিরোধীরা।