সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, আটক কল্যাণীর বিজেপি বিধায়ক

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। পুলিশকে লক্ষ্য করে স্থানীয়দের ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। পাল্টা পুলিশের লাঠিচার্জ, উত্তেজিত জনতাকে হঠাতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছিল কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছাড়িপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিধায়ক আসতেই চরম উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে স্থানীয়দের এবং বিধায়ক অম্বিকা রায়ের শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, এরপর আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে স্থানীয়রা। উত্তেজিত জনতা হঠাতে লাঠিচার্জ করে পুলিশ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।