ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার বিজেপি নেতা মানব সর্দার। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদে ছিলেন। রবিবার রাতে জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
সূত্রের খবর, দলীয় কাজে রায়দিঘি থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে গাড়িতে রওনা দেন মানব সর্দার। তাঁর সঙ্গে ছিলেন মথুরাপুর সংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত হালদার। রবিবার সন্ধ্যায় সুব্রত হালদারের গাড়িতেই তাঁরা যাত্রা শুরু করেন।
ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায় তাঁদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। প্রচণ্ড ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ডুমরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মানব সর্দার ও গাড়ির চালকের। গুরুতর আহত অবস্থায় সুব্রত হালদারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।