এবার বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের বিজেপি কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তার ৩। মঙ্গলবারঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বিজেপি কর্মী রাজু পাল এবং সগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য নিশিকান্ত মণ্ডল প্রতিবেশী। এদিন সকালে দু’জনের মধ্যে পাইপের আবর্জনার জল নিয়ে বচসা বাধে। শুরু হয় হাতাহাতি। এমনকী রাজুর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নিশিকান্তের বিরুদ্ধে।
রাজু পাল বলেন, আমার বাড়ির পাইপ ফেটে যায়। সেই পাইপ দিয়ে বাড়ির আবর্জনা ড্রেনে গিয়ে পড়ে, ছড়ায় দুর্গন্ধ। এই নিয়ে নিশিকান্ত আমাকে বলতে আসে এবং ঝামেলা শুরু করে। আমার মাথা ফাটিয়ে দেয়।
যদিও পাল্টা রাজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন নিশিকান্ত মণ্ডল। তিনি বলেন, ওর বাড়ির আবর্জনা আমার বাড়ির সামনে ড্রেনে জমা হয়। দুর্গন্ধ ছড়ায়। সেটা বলতে গেলে আমার বাড়িতে চড়াও হয়। আমার স্ত্রীর গায়ে হাত দেয়। মারধর করে। এই ঘটনার পর দু’পক্ষই কল্যাণীর গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।
বেশ কয়েকদিন ধরে কল্যাণী শহরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, বিজেপির একাংশ কর্মী সেটাই মনে করছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত সদস্য ছাড়াও আরও দু’জনকে।