পিকনিক সেরে ফেরার পথে পথদুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। আহত আরও দুই। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোচবিহার নিশিগঞ্জ জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে খবর, কোচবিহার তেকুনিয়া পার্ক থেকে পিকনিক করে ফিরছিল একটি বাইক। অন্যদিকে থেকে আসছিল আরও একটি স্কুটার। বাইক এবং স্কুটারের মুখোমুখি ধাক্কাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই চালকের। অন্যদিকে বাকি দুই আরোহীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিশিগঞ্জ ১৬এ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাইক এবং স্কুটার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই দুর্ঘটনা। যদিও দুজনের ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মত পুলিশের।