• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

সম্পত্তি কর বকেয়া রাখলে জরিমানা নেবে বিধাননগর পুর নিগম

সম্পত্তি কর বকেয়া রাখলে এবার নাগরিকদের থেকে জরিমানা সংগ্রহ করবে বিধাননগর পুর নিগম। যত বছরের কর বাকি থাকবে, তার উপর যোগ হবে ১০ শতাংশ সুদ।

সম্পত্তি কর বকেয়া রাখলে এবার নাগরিকদের থেকে জরিমানা সংগ্রহ করবে বিধাননগর পুর নিগম। যত বছরের কর বাকি থাকবে, তার উপর যোগ হবে ১০ শতাংশ সুদ। এখানেই শেষ নয়, দিতে হবে এককালীন ১০ শতাংশ জরিমানা। দীর্ঘদিন কর বকেয়া রেখেছেন এমন বহু আবাসিকের খোঁজ মিলেছে পুরনিগম এলাকায়। সেই কারণে কর নিয়ে কড়াকড়ির পথে হাঁটতে চলেছে বিধাননগর পুর নিগম কর্তৃপক্ষ।

সম্পত্তি কর ও অ্যাসেসমেন্ট বিভাগের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন, রাজারহাট-গোপালপুর পুর এলাকার বহু বাড়ির হোল্ডিং নম্বর নেই। ‘পোস্টাল অ্যাড্রেস’-এর অভাবের কারণে বেশ কিছু এলাকায় এলাকায় সম্পত্তির মিউটেশন করা যাচ্ছে না, কর নির্ধারণও সম্ভব হচ্ছে না। সেই সমস্যা মেটানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে পুরনিগম। ধীরে ধীরে সরকারের ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সে সব জটিলতা কাটানোর প্রক্রিয়া চলছে।

বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘আমরা কোনওরকম বেআইনি পথের বিরুদ্ধে। আবাসিকদের কাছে বকেয়া কর মিটিয়ে দিতে যেমন পুরনিগম আবেদন করছে, তেমনই কোনওরকম সহযোগিতা আমাদের তরফে দরকার পড়লে তার জন্যও আমরা প্রস্তুত আছি।’

২০২৩-২০২৪ আর্থিক বছর থেকেই নতুন করব্যবস্থা চালু করেছে বিধাননগর পুরনিগম। এবার তা নিয়ে বেশ কড়া অবস্থানও নেওয়া হচ্ছে বলে পুরনিগম সূত্রে খবর। সম্পত্তি কর বিভাগের এক আধিকারিক বলেন, মিউটেশন নিয়ে এখন আর সমস্যা নেই। আর কর বকেয়া রাখবেন না। অবিলম্বে সব জমা করুন। কর বকেয়া রাখলে একেবারে সব কর দেওয়ার সময় জরিমানাও দিতে হবে। কোনওরকম ধন্দ থাকলে বরো অফিসে আসুন, দরকারে প্রধান দপ্তরে আসুন।

News Hub