• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

ক্যানিংয়ে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

প্রতীকী চিত্র

ক্যানিং থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম হাবিবুল্লা গাজি। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় তার বাড়ি। ইছামতী নদী পেরিয়ে ওই যুবক ভারতে ঢোকেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বিষয়টি দেখা স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। ক্যানিং থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তার থেকে ভারতের নাগরিকত্বের কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। ফলে পুলিশ নিশ্চিত হয়ে যায়, ওই ব্যক্তির বাংলাদেশের বাসিন্দা। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। কী কারণে তিনি ভারতে এসেছিলেন? বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহারের সীমান্ত এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে ধরেছে পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। একই সঙ্গে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।

News Hub