এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুট। চাঞ্চল্যকর ঘটনাটি হাওড়ার আলমপুর এলাকার। শনিবার ভোরে ওই এলাকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টার ভেঙে লক্ষাধিক টাকা লুট করে দুষ্কৃতীরা। মেশিনের সামনের দিক আগুন লাগিয়ে পুড়িয়েও দেওয়া হয়। এটিএম কাউন্টারে থাকা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।
প্রাথমিক অনুমান, ভোর পৌনে পাঁচটা নাগাদ লুট হয়েছে। আলমপুরে রাস্তার উপরেই একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। ভোরের দিকে পুলিশ টহল দিলেও কিছু আঁচ পায়নি তারা। মনে করা হচ্ছে, পুলিশের গাড়ি চলে যাওয়ার পরই লুটপাট শুরু হয়। স্থানীয় ব্যক্তিদেরই ওই লুটের ঘটনা প্রথম নজরে আসে। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশের অনুমান, বেশ কয়েকজন দুষ্কৃতী এই ঘটনার সঙ্গে যুক্ত। মেশিনটি ভাঙচুর করার পাশাপাশি তা পুড়িয়েও দেওয়া হয়। ভাঙা মেশিনের একাধিক টুকরো রাস্তার সামনেও পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। একই সঙ্গে ব্যাঙ্কে আধিকারিকরাও এটিএমে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচুর মানুষ ওই এটিএমটি ব্যবহার করেন। সেই কারণেই কয়েক লক্ষ টাকা রাখা হয় তাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এটিএম কাউন্টারে কোনও সময়ই নিরাপত্তারক্ষী থাকে না। এটিএম কাউন্টারে থাকা সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।