• facebook
  • twitter
Tuesday, 11 March, 2025

ব্যবসা নিয়ে বন্ধুর সঙ্গে বচসা, গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের, দগ্ধ স্ত্রীও

বন্ধুর সঙ্গে ব্যবসায়িক বচসা। তার জেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন হুগলির পাণ্ডুয়ার এক যুবক।

প্রতীকী ছবি

বন্ধুর সঙ্গে ব্যবসায়িক বচসা। তার জেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন হুগলির পাণ্ডুয়ার এক যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে সেই আগুনে দ্বগ্ধ যুবকের স্ত্রী। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন দম্পতি। অন্যদিকে অভিযুক্ত বন্ধু পলাতক।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার কালিষণ্ডা গ্রামে। সূত্রের খবর, ওই গ্রামের বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন খীরকুন্ডি গ্রামের বাসিন্দা অলোক হাজরা। সম্প্রতি তাদের মধ্যে শুরু হয় ব্যবসায়িক টানাপোড়েন। অলোকের পরিবারের দাবি, আসিফ নিজের সামাজিক মাধ্যমে একাধিকবার অলোকের নামে বিষেদগার করতে থাকে। যদিও অলোক প্রথম থেকেই আসিফকে এই সমস্ত করতে বারণ করে। কিন্তু অভিযোগ, বন্ধুর অনুরোধে কোনও রকম ভ্রুক্ষেপ করে আসিফ।

তারপরেই বুধবার রাতে স্ত্রী মৌসুমিকে সঙ্গে নিয়ে আসিফের বাড়ি যায় অলোক। যদিও সেই সময় বাড়িতে ছিল না আসিফ। আসিফ বাড়ি ফিরতেই তাদের মধ্যে ফের শুরু হয় বচসা। এর পরে হঠাৎ করেই পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্ত্রী মৌসুমিও। স্থানীয়েরা তারপর দুজনকে উদ্ধার করে নিয়ে যায় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন দু’জনে। অন্যদিকে পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্ত আসিফ। সূত্রের খবর, পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছে সে।