ভারী বৃষ্টিতে বাঁকুড়ায় মাটির বাড়ি ধসে মৃত এক বৃদ্ধা, আহত ৬

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে বাঁকুড়ায় মাটির বাড়ি ধসে গিয়ে মৃ্ত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও ছয় সদস্য। প্রাথমিক ভাবে তাঁদের সকলকেই স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম রবিবালা সিংহ। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার সিহড় কোনারপুর গ্রামে মাটির দোতলা বাড়িতে থাকত ওই পরিবার।

শুক্রবার রাত থেকেই বৃষ্টির তীব্রতা বাড়ে। লাগাতার বৃষ্টির জেরে গভীর রাতে আচমকাই ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। নীচে চাপা পড়ে যান বৃদ্ধা-সহ পরিবারের আরও সাত জন। পরিবারের অন্যান্যরা চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন সাহায্য় করতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ধ্বংসস্তুপ সরিয়ে আহতদের উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরাই। সেখানে রবিবালাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃতার আত্মীয় বিদ্যুৎ মিদ্দা সংবাদমাধ্যমকে বলেছেন, ওই পরিবারের সকলেই একই ঘরে থাকতেন। শুক্রবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় তাঁদের মাটির তৈরি ভগ্ন বাড়িটি ভেঙে পড়ে তার তলায় চাপা পড়ে যান পরিবারের সদস্যরা। যদি প্রশাসনের তরফে এই দুঃস্থ পরিবারকে যদি একটি বাড়ি তৈরির ব্যবস্থা করে দেয় তবে ভবিষ্য়তে তাঁরা ভালোভাবে বসবাস করতে পারবেন।