হাওড়ার লিলুয়ার বামনগাছি এলাকায় এক কিশোরকে খুনের অভিযোগ উঠেছে তার প্রেমিকার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছে, ত্রিকোণ সম্পর্কের জটিলতার জেরে খুন হতে হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় মূল অভিযুক্তের বন্ধুরাও জড়িত বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা সকলেই পলাতক।
কিশোরের পরিবারের দাবি, বছর খানেক আগে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল তাঁদের ছেলে। তার আগে গোলাবাড়ি থানার ফকিরবাগানের এক কিশোরের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পুরনো সেই সম্পর্কের কারণে গত কয়েকদিন ধরে ওই কিশোর কিশোরীর মধ্যে অশান্তি চলছিল। এই আবহে শুক্রবার বামুনগাছি এলাকায় বর্তমান প্রেমিকের সঙ্গে দেখা হয় প্রাক্তন প্রেমিকের। তাদের অন্য বন্ধরাও সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই কিশোর। সেখানেই উপস্থিত ছিল প্রাক্তন সেই প্রেমিক। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর তা গড়ায় মারামারিতে।
মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এর জেরে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে। পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।