এক যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের। অভিযোগের তির এক যুবক সহ তিনজনের দিকে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হাসনাবাদ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২৫ বছর। বসিরহাটের পিফা এলাকার বাসিন্দা তিনি। বুধবার দুপুরে ব্যাঙ্কের কাজ মিটিয়ে বাড়ি ফিরছিল হাসনাবাদের বাসিন্দা ওই যুবতী। পাশের গ্রামের পরিচিত এক যুবক তাঁর পাশে এসে দাঁড়ায় একটি চার চাকার গাড়ি নিয়ে। ওই যুবক তাঁকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। কিছুদূর যাওয়ার পর গাড়িটি অন্য রাস্তা দিয়ে যাওয়ায় যুবতীর সন্দেহ হয়। তিনি গাড়ি থেকে নেমে যেতে চান। সেই সময় অভিযুক্ত তাঁকে বাধা দেয়। নির্যাতিতা চিৎকার চেঁচামেচি শুরু করলেও কোনও লাভ হয়নি।
এরপর ওই যুবতীকে একটি রিসর্টে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ১০ ঘণ্টা আটকে রেখে তাঁর উপর চলে পাশবিক নির্যাতন। মোবাইলে সেই মুহূর্তের ভিডিও করারও অভিযোগ ওঠে। কাউকে কিছু জানালে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর ওইদিন গভীর রাতে তাঁকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্ত ওই তিন যুবক। স্থানীয় মানুষজন নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারপর থানায় গিয়ে ওই তিনজনের নামে অভিযোগ করেন নির্যাতিতা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
অভিযোগ, সম্প্রতি হাসনাবাদ থানা এলাকার টাকী সহ বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা গেস্ট হাউস রিসর্টে অসামাজিক কাজকর্ম চলে। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।