পুরসভার চেয়ারম্যানের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোন্নগরে। সাংবাদিক পরিচয় দিয়ে পুরপ্রধান স্বপন দাসের নাম করে এক মহিলার থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন প্রসেনজিৎ ধর নামের এক ব্যক্তি। এমনকি তিনি মহিলাটির বাড়ি ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছিলেন।
জানা গিয়েছে, পুরসভার লাল বাহাদুর শাস্ত্রী রোডে পিউ মান্না নামের এক মহিলা একটি বাড়ি তৈরি করছেন। অভিযোগ উঠেছে, পুরসভার চেয়ারম্যান স্বপন দাসের নাম করে প্রসেনজিৎ ধর নামের এক ব্যক্তি ওই মহিলার থেকে মোটা রকমের টাকা চেয়েছিলেন। তিনি আবার নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। টাকা দিতে না পারলে মহিলার নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়। বলা হয়,পুরসভায় তাঁর অনেক পরিচিতি আছে। টাকা না দিলে বাড়ির গুঁড়িয়ে দেবেন। ভয় পেয়ে ওই মহিলা সরাসরি পুরপ্রধান স্বপন দাসের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। তাঁর নাম করে কেউ টাকা চাইছে এই মর্মে চিঠি পেয়ে নড়ে বসেন পুরপ্রধান।
পুরসভার পক্ষ থেকে প্রাথমিক ভাবে বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপরই পুলিশকে চিঠি পাঠানো হয়। স্বপনবাবু জানিয়েছেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ তাঁর নাম করে টাকা চাইছে। তিনি পুলিশকে চিঠি পাঠিয়েছেন। এই বিষয়ের সত্যতা যাচাইয়ের তদন্তভার তিনি পুলিশকেই দিতে চান।