কোচবিহারে দোলের দিন শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

দোলের দিন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। মেখলিগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শিশুটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে উপযুক্ত বিচার হবেই।

পুলিশ সূত্রে খবর, শিশুটি কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা। দোলের দিন এলাকার বাচ্চাদের সঙ্গে ৬ বছরের শিশুকন্যাটিও রং খেলছিল। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক তাকে ঘুড়ি দেওয়ার নাম করে নির্জন জায়গায় নিয়ে যান। সেখানেই শিশুটির ওপর পাশবিক অত্যাচার চালানো হয়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে শিশুটি। পরিবারের লোকজনকে সব কথা খুলে বলে সে। দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সুস্থ রয়েছে।

শিশুটি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে সে। পুলিশে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। পকসো আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির প্রতিবেশী এক মহিলা জানান, বাচ্চাটির শারীরিক অবস্থা দেখে অত্যাচার যে হয়েছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে।