বর্ধমানে আয়োজিত হল তাঁত শ্রমিক ইউনিয়নের সম্মেলন

সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্মেলন উপলক্ষে পদযাত্রা। নিজস্ব চিত্র।

সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্মেলন হলো বৃহস্পতিবার। বর্ধমান টাউন হলে এই সম্মেলন শুরুর আগে শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। পরে সম্মেলনে অন্যতম বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্য আহ্বায়ক দিলীপ মল্লিক, বিধায়ক খোকন দাস‌‌‌, অলোক মাঝি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা সেনগুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, তাঁত শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সন্দীপ বসু প্রমুখ।

সম্মেলনে তাঁত শিল্পীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এদিন তাঁত শ্রমিকদের এই সম্মেলনের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রীর ঘোষিত সুবিধাগুলোর কথা তুলে ধরেন। তাঁদের ঋণের সুবিধা থেকে শুরু করে হস্ত তাঁত শিল্পের পুনর্জীবন, এককালীন অনুদান-সহ অন্যান্য প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।