তথ্যপ্রমাণের অভাবে খালাস

প্রতীকী চিত্র

জালনোট প্রচারের অভিযোগে অভিযুক্তকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর বলে রেহাই দিল আদালত। শুক্রবার ঝাড়গ্রাম জেলার প্রথম অতিরিক্ত দায়রা বিচারক উৎপল মিশ্র অভিযুক্ত সমর সিংহকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিয়েছেন। ২০২৩ সালের ১৩ জুলাই সকালে ঝাড়গ্রাম শহরের মডেল স্কুল সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শহরের দুর্গা ময়দানের বাসিন্দা সমর সিংহকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন। সমরকে তল্লাশির সময় তাঁর প্যান্টের পকেট থেকে ৫০০ টাকার ৪১টি জাল নোট পাওয়ার দাবি করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

এরপর সুয়োমোটো মামলা রুজু করে সমরকে গ্রেফতার করা হয়। ওই বছরের ৩১ আগস্ট ঝাড়গ্রাম সিজেএম আদালতে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর মামলাটি দায়রা সোপর্দ হয়ে বিচারের জন্য প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওঠে। গত বছর ১২ ফেব্রুয়ারি মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। শুক্রবার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে সমরকে বেকসুর খালাস দেন বিচারক।

অভিযুক্তের আইনজীবী সুব্রত অধিকারী বলেন, ‘সমরই যে জালনোট কারবারে জড়িত সাক্ষ্যপ্রমাণে এমন অভিযোগ প্রমাণিত হয়নি। আবার তাঁর কাছ থেকে কোনও সোনার হারও বাজেয়াপ্ত হয়নি। সিজ়ার লিস্টে কোনও সোনার হার ছিল না। যে বৃদ্ধার হার চুরি হয়েছিল, তাঁরও কোনও অভিযোগপত্র ছিল না। আমার মক্কেল মাছ ব্যবসায়ী। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’