গত ৯ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারপাড়া এলাকা থেকে প্রয়াগবাজের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় ৬০-৭০ জন। আর তার মধ্যেই ছিলেন ওই এলাকারই বাসিন্দা কল্পনা ঘোষ। তার বয়স ৫৫ বছর । মঙ্গলবার থেকে প্রয়াগরাজে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।বৃহস্পতিবার সকাল পর্যন্তও তার কোনো খোঁজ নেই। যার ফলে চিন্তিত তার পরিবার এর লোকেরা।
ইতিমধ্যে ওই এলাকার থানায় নিঁখোজের অভিযোগ দায়ের হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সোশাল মিডিয়ায় পোস্ট করেও খোঁজ চালানো হচ্ছে ওই মহিলার। তবে ওই মহিলা নিখোঁজ হওয়ার ঘটনায় তার সাথে কুম্ভ মেলায় যারা গিয়েছেন তারা ও হতাশ হয়ে পড়েছেন। সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে ডেবরা ব্লকের দ্বারপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ ওই মহিলার পরিবারের পক্ষ থেকে বিষয়টি ডেবরা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।