• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

বর্ধমানে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বাংলার নানা প্রান্ত থেকে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গুসকরা।

আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বাংলার নানা প্রান্ত থেকে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গুসকরা। শুক্রবার রাতে গুসকরার একটি পুজোবাড়িতে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগের তির পুরোহিতের দিকে। অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করেছে গুসকরা ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুরোহিতের বিমলকুমার রায় (৬৮)। তার বাড়ি ভাতার থানার রায় রামচন্দ্রপুর গ্রামে। গুসকরা শহরের একটি বাড়িতে বহু বছর ধরে কালীপুজো করেন বিমলবাবু। এবারও সেই বাড়িতে পুজোর দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে কালীপুজো করেন তিনি।

শুক্রবার সকালে ফের পুজোর করতে আসেন অভিযুক্ত পুরোহিত। অভিযোগ, পোশাক বদলের নাম করে দোতলায় গিয়ে ওই নাবালিকার শ্লীলতাহানি করেন তিনি। ঘটনার আকস্মিকতায় নাবালিকা কান্নাকাটি শুরু করে দেয়। বিষয়টি জানাজানি হতেই পাড়ার লোকজন ওই পুরোহিতকে আটকে রেখে থানায় খবর দেন।

গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এরপর ওই পুরোহিতকে গ্রেপ্তার করে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।