• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

প্রেমে প্রত্যাখ্যান, আত্মঘাতী প্রেমিক

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী প্রেমিক। বিষ খেয়ে আত্মহত্যা করেন প্রেমিক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

প্রতীকী ছবি

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী প্রেমিক। বিষ খেয়ে আত্মহত্যা করেন প্রেমিক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার হাঁসখালি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হাঁসখালি থানার হলদিপাড়া মাঠপাড়া এলাকার বাসিন্দা প্রবীর বিশ্বাস। বাইরে কাজ করতেন। ফোনে এক মেয়ের সঙ্গে আলাপ ও প্রেম। হঠাৎ প্রবীরের বাড়ি থেকে শুরু হয় বিয়ের তোড়জোড়। অন্যদিকে, প্রবীরের প্রেমিকা জড়িয়ে পড়ে অন্য সম্পর্কে। এমনটাই অভিযোগ প্রবীরের পরিবারের।

প্রেমিকার সম্পর্কের কথা জানতে পেরেই বিষ খেয়ে আত্মহত্যা করে প্রবীর। প্রবীরের পরিবারের সদস্যরা জানান, প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার খবর পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে প্রবীর। প্রবীরকে শক্তিনগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।