• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মেদিনীপুরে মৃত্যু হল এক কিশোরীর

ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হল তীব্র মাথাব্যথা, অত্যধিক জ্বর, গা-হাত-পায়ে ব্যথা।

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার এলাবনী গ্রামে। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল কিশোরী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তার।

জানা গিয়েছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হল তীব্র মাথাব্যথা, অত্যধিক জ্বর, গা-হাত-পায়ে ব্যথা। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গী জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরণের পোকার প্রাদুর্ভাব রয়েছে।

Advertisement

তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই অসুখ রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্রাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিক্যাল টিম গিয়ে গ্রামবাসীদের রোগ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন।

Advertisement

Advertisement