• facebook
  • twitter
Monday, 16 September, 2024

পাঁচ বছরের শিশুকে সিগারেটের ছ্যাঁকা! অভিযুক্ত মাসি ও মেসো

প্রাথমিক চিকিৎসার পর বাচ্চাটিকে একটি সরকারি হোমে রাখা হয়েছে

পাঁচ বছরের এক শিশুর উপর পৈশাচিক অত্যাচারের অভিযোগ উঠল সোনারপুরে৷ মা-হারা শিশুটির সারা গায়ে বিড়ি-সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল তারই নিজের মাসি ও মেসোর বিরুদ্ধে৷

সোনারপুরের গোড়খাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই মাসি ও মেসো৷ তাঁদের সঙ্গেই থাকত বছর পাঁচেকের ওই আক্রান্ত শিশুটি৷ মাত্র তিন মাস বয়সেই শিশুটি তার মাকে হারায়৷ তারপর থেকে মাসি ও মেসোর কাছেই থাকে সে৷ তাদেরকেই নিজের বাবা ও মা বলে জানে ওই শিশুটি৷ বুধবার স্কুলে গেলে, স্কুলের বন্ধুরা তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়৷ সহপাঠীরা তাদের বাবা-মায়ের কাছে পুরো বিষয়টি জানায়৷ অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মেসোর সঙ্গে কথা বলতে যায়৷ অভিযুক্ত মাসি ও মেসো বলেন, এমন কাজ তাঁরা আর করবেন না৷

কিন্ত্ত বৃহস্পতিবার বাচ্চাটি স্কুলে এসে জানায়, আগের দিন রাতে আবারও তাকে মারধর করা হয়েছে৷ অভিভাবকরা জানান, শিশুটির মাথা ফোলা ছিল৷ শরীরে বেলুন দিয়ে আঘাতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল৷ এরপরই আক্রান্ত শিশুটিকে নিয়ে সোনারপুর থানায় যান স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীর অভিভাবকরা৷ শিশুটিকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা৷

প্রাথমিক চিকিৎসার পর বাচ্চাটিকে একটি সরকারি হোমে রাখা হয়েছে৷ ঘটনায় এখনও পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেন নি৷ স্কুলের পক্ষ থেকেও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ ফলে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের৷ ওই অভিভাবকদের কথার ভিত্তিতে পুলিশ নিজে থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে৷