বিদেশি মদের লেবেল লাগানো প্রায় ৭৫ হাজার বোতল সহ মদ তৈরির সামগ্রী উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত সড়বড়ি মোড় থেকে ঝাড়খন্ড যাবার রাস্তায় একটি পেট্রোল পাম্প লাগোয়া ঘেরা জায়গার মধ্যে নকল বিদেশি মদ তৈরি এবং বিক্রি করার খবর গোপন সূত্রে পেয়ে মঙ্গলবার পুরুলিয়া জেলা পুলিশ এবং আফগারি দপ্তর যৌথভাবে অভিযান চালায়। এই অভিযানে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ, রঘুনাথপুর সার্কেল ইন্সপেক্টর, নিতুড়িয়া থানার ওসি, আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা। প্রায় সারা রাত ধরে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে প্রায় ৭৫ হাজার বোতল মদ সহ মদ তৈরির সামগ্রী উদ্ধার করে।
বুধবার এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিতুড়িয়া থানার সড়বড়ি মোড় লাগোয়া এই এলাকায় অভিযান চালায় সেখান থেকে প্রায় ৭৫ হাজার বোতল বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের লেবেল লাগানো নকল মদ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। বেআইনিভাবে সেখানে মদ তৈরি করা হচ্ছিল এবং অবৈধভাবে পাচার চলছিল। সেখান থেকে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। এখানে কিছু নাবালককে এই কাজে যুক্ত করা হয়েছিল, তাদেরও উদ্ধার করা হয়। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হলে নয় জন ধৃতদের মধ্যে ৫ জন পুরুষকে পুলিশি হেফাজতের এবং ৪ জন মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ওই ৫ জন পুরুষের মাধ্যমে তদন্ত চলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বেশিরভাগ বিহার এবং জামতাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানতে পারে বিদেশি মদের লেবেল যেগুলি ছিল সেগুলিতে লেখা ছিল ‘সেল ফর পাঞ্জাব’, ‘সেল ফর বিহার’। পুলিশের সন্দেহ, এইগুলি এইসব জায়গায় পাচার করার উদ্দেশ্য ছিল। এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে এবং আফগারী দপ্তরের সঙ্গেও কথা বলে তদন্ত চালাচ্ছে পুলিশ।