• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

বর্ধমান থেকে উদ্ধার ৭২ কেজি গাঁজা

গোপন সূত্রে খবর আগেই মিলেছিল। সেই সূত্র ধরেই পাতা হয়েছিল ফাঁদ। আর তাতেই ধরা পড়ল প্রায় ৭২ কেজির মাদক। ঘটনাটি বর্ধমানের।

গোপন সূত্রে খবর আগেই মিলেছিল। সেই সূত্র ধরেই পাতা হয়েছিল ফাঁদ। আর তাতেই ধরা পড়ল প্রায় ৭২ কেজির মাদক। সোমবার সকালের বর্ধমানের তালিতের ঘটনা। মাদক পাচারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রাহা নামে এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে খবর, আগাম খবর পাওয়ার পরেই বর্ধমানের তালিত রেল গেটের কাছে নাকা তল্লাশি শুরু করেছিল বর্ধমান এবং দেওয়ানদিঘি থানার পুলিশ। তল্লাশি চলাকালীন একটি ছোট গাড়ি দেখে সন্দেহ হয় তাঁদের। গাড়ি থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা। ঘটনায় গাড়ির চালক বীরভূমের সাইথিয়ার বাসিন্দা সঞ্জয় রাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, কোচবিহারের মাথাভাঙা থেকে নিয়ে আসা হচ্ছিল ওই বিপুল পরিমাণ মাদক, যা বর্ধমানের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। খোঁজ চলছে সেই ব্যক্তিরও। পাশাপাশি ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।