চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম সিমরন খাতুন। তার বয়স ৭ বছর। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার মরুইবেড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। একই সঙ্গে গাড়িটির খোঁজেও জোরদার তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে ডায়মন্ড হারবারের জোয়ারু এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সিমরন। জোয়ারু মোড়ে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিমরনকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সিমরনকে মৃত বলে ঘোষণা করেন।
মেয়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন সিমরনের বাবা-মা। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে জোয়ারু মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছে সিমরনের বাবা-মা। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে।