• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ক্যানিংয়ে চাষের জমির পাম্প চুরি ঘিরে সংঘর্ষ, জখম ৫

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। সংঘর্ষের জেরে জখম হয়েছে মোট ৫ জন।

ক্যানিংয়ে চাষের জমির পাম্প চুরি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটল। দুই পরিবারের মধ্যে মারপিঠ লেগে যায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। সংঘর্ষের জেরে জখম হয়েছেন মোট ৫ জন। এর পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। দুই পরিবারে তরফেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি রাজাপুর গ্রামের বাসিন্দা রমেশ বৈদ্যর চাষের জমি থেকে পাম্প চুরি হয়ে যায়। চুরির অভিযোগে প্রতিবেশী তারক সর্দারকে বেধড়ক মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে রমেশ, রাজীব ও নিখিল বৈদ্যরা তারক সর্দারদের বাড়িতে চড়াও হন। লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এক মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন ওই পরিবারের চারজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রমেশ বৈদ্য বলেন, ‘তারক সর্দার ও তাপস বৈদ্যরা আমাদের জমি দখল করার চেষ্টা করেন। প্রতিবাদ করলে মেরে মাথা ফাটিয়ে দেন। থানায় অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে আক্রান্ত বধূ বলেন, ‘চুরি ঘটনা সম্পর্কে আমরা কিছু জানি না। চুরির বদনাম দিয়ে রমেশ, রাজীব ও নিখিল বৈদ্যরা আমার বাড়িতে চড়াও হন। বেধড়ক মারধর করা হয় সবাইকে। বয়স্ক শ্বশুরমশাইকেও হেনস্থা করা হয়। থানায় অভিযোগ জানিয়েছি।’