• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

কোচবিহার আটক ৫ বাংলাদেশি

দীর্ঘ ২০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। বাংলাদেশের ফেরার পথে বিপত্তি, বিএসএফের হাতে আটক হলেন পাঁচ বাংলাদেশি।

দীর্ঘ ২০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। বহাল তবিয়তেই ছিলেন, কিন্তু বাংলাদেশের ফেরার পথে বিপত্তি, বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশি। তাঁদের নাম – আদম আলি (৪৭), আমিদা বিবি (৪০), রিয়া মনি (২৭), নূরজাহান (২৮), রোশনি (২৬)। প্রথম দু’জন দম্পতি, বাকি তিনজন তৃতীয় লিঙ্গের নাগরিক বলে জানা যাচ্ছে। মেখলিগঞ্জ সীমান্তে তাঁদের আটক করে বিএসএফ। সকলের কাছেই মিলেছে ভারতীয় পরিচয়পত্র।

শুক্রবার ভোরে দালাল চক্রের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করেছিলেন ওই ৫ বাংলাদেশি নাগরিক। বিএসএফ তাড়া করলে তাঁরা ভুট্টা খেতে আত্মগোপন করেন। বিএসএফ সেখানে পৌঁছে তাঁদের আটক করে। জওয়ানরা তাঁদের পার্শ্ববর্তী সীমা চৌকিতে নিয়ে যান। শুক্রবার একটি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ধৃতদের বর্ডার গার্ড অফ বাংলাদেশের সেনা আধিকারিকদের হাতে তুলে দেয় বিএসএফ। বিজিবির ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেবে।

২০ বছর আগে ভারতে এসেছিল ধৃত দম্পত্তি। নদিয়া সংলগ্ন কোনও এক নদীর সীমান্ত দিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে এসেছিলেন। তাঁরা বাংলাদেশের কুরিগ্রাম জেলার বাসিন্দা। বাকি তিন তৃতীয় লিঙ্গের নাগরিকের মধ্যে দু’জনের বাড়ি ঢাকার মীরপুরে ও একজনের বাড়ি নওগা বিভাগে। প্রথমে আধার কার্ড এবং পরবর্তীতে একে একে পরিচয়পত্রের অন্যান্য নথি তৈরি করে ফেলেন তাঁরা। মাছের আড়তে কাজ করতেন স্বামী-স্ত্রী। সূত্রের খবর, দু’জন পাচারকারীর সহায়তায় মেখলিগঞ্জের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের ছক কষেছিলেন সকলে।