• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্র

টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। কর্পূরের মত উধাও ৪ ছাত্র। নেই কোনো খোঁজ। কপালে চিন্তার ভাঁজ পরিবারের।

টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। কর্পূরের মত উধাও ৪ ছাত্র। নেই কোনো খোঁজ। কপালে চিন্তার ভাঁজ পরিবারের। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ৪ ছাত্র। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি ওই ৪ ছাত্র। এরপর কৃষ্ণগঞ্জ থানার দ্বারস্থ হয় ৪ ছাত্রের পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ৪ ছাত্রের নাম শুভ ঘোষ, আকাশ ঘোষ। এরা দুজন নবম শ্রেণীর ছাত্র। সায়ন ঘোষ এবং রূপম চক্রবর্তী দশম শ্রেণীর ছাত্র। নিখোঁজ ৪ জন শিবনিবাস শ্রীশ্রীমহানন্দ হাইস্কুলের ছাত্র। টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি।

পুলিশ সূত্রে আরও খবর, খোঁজ চলছে। নিখোঁজ ৪ ছাত্রের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৪ বন্ধু একসঙ্গে কোথাও গিয়েছে নাকি তাদের কেউ নিয়ে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।