খেলার মাঠে আচমকাই বজ্রপাতের ফলে মৃত্যু হল এক উদীয়মান ক্রিকেটারের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুড়া থানার বিশপুরিয়া হাই স্কুল ময়দানে। অন্যদিকে গত চার দিনে বজ্রপাতের ফলে চারজনের মৃত্যু হয়েছে পুরুলিয়া জেলায়। জানা গিয়েছে, মৃতের নাম মিলন পতি। তাঁর বাড়ি হুড়া থানা এলাকার একটি গ্রামে।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, ছুটির দিন বিশপুরিয়া হাইস্কুল ময়দানে ক্রিকেট খেলা চলছিল। আচমকাই বজ্রপাত হয়। তাতেই আঘাত পান মিলন। এক সিভিক ভলেন্টিয়ারের সাহায্যে তাঁকে উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, পুরুলিয়ায় গত চার দিনে মৃত্যু হয়েছে মোট চারজনের। যার মধ্যে একজন পাড়া, একজন বরাবাজার, একজন মানবাজার ও একজন হুড়ার বাসিন্দা।