• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ৪ জনকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। আজ, শনিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ৪ জনকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। আজ, শনিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। যদিও দুষ্কৃতীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। অর্জুন সিংয়ের বাড়ির সামনে ১৫-২০ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থালে যায় পুলিশ।

অর্জুন সিং অভিযোগ করেন, ‘তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং প্রায় ১৫-২০ জন জেহাদিদের নিয়ে আমার বাড়ির উপরে হামলা চালায়। আমার নিরাপত্তারক্ষীদের উপরও হামলা চালানো হয়েছে। ইট ছোঁড়া হয়। পুলিশের সামনেই চলে হামলা। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে। এই ছেলেটা আগেও আমাদের উপর বোমা চালিয়েছিল। প্রায় ২৫টির উপরে বোমা পড়ে। প্রায় ২০ জন পুলিশের সামনে ঘটে এই ঘটনা। কয়েকজন পুলিশকর্মীকেও ধাক্কা মারে হামলাকারীরা।’

অর্জুন সিং আরও বলেন, ‘আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল। ওটা ভেস্তে গিয়েছে। এখনও বাড়ির অফিসে আছি। এখানকার পুলিশ শুধু তামাশা দেখছে। ব্যারাকপুরে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। নিজে বাঁচার জন্য নিজেকে লড়তে হবে। মা দুর্গা এসেছেন নিজের লড়াই নিজেকে লড়তে হবে।’

পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘অর্জুন সিং মিথ্যা অভিযোগ করছেন। অর্জুন নিজের হাতে ৪ রাউন্ড গুলি চালিয়েছে। অর্জুনের লোকেরা পিছন থেকে বোমা ছুড়েছে। নিজের বোমায় নিজে জখম হয়েছে অর্জুন সিং। অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। অর্জুন চেষ্টা করছে ব্যারাকপুরকে অশান্ত করতে। কখনও নমিত সিংহ আর সোমনাথ শ্যামের উপর দায় চাপাচ্ছেন।’