জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কোলিয়ারি এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কর্মরত অন্যান্য শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে সামিল হন। পাশাপাশি সালানপুর থানার পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে আহত চার শ্রমিকদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আহত শ্রমিকদের তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মাটি চাপা পড়েন চার শ্রমিক। তাঁদের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলায় এবং অন্যজনের বাড়ি আসানসোলে। দুর্ঘটনাগ্রস্ত এই চারজন হলেন রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮), সামসুল শেখ (২০), নীতেশ পাশওয়ান (২৫)। ঘটনাস্থলে রেল সাইডিং রাস্তার পাশে রাজ্যে সরকারের পিএইচই জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেই কারণে মাটি খুঁড়ে গর্ত করা হয়। সেই গর্তে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎই মাটি ধসে যায়। চাঙড়ের মধ্যে আটকে পড়েন কয়েকজন শ্রমিক।
ঘটনার পর অন্য শ্রমিকদের মারফত খবর পেয়ে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধারের কাজ শুরু করেন। কিন্তু কোনওভাবেই তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তখন অন্য শ্রমিকরা শাবল, কোদাল দিয়ে মাটি কেটে আটকে পড়া শ্রমিকদের টেনে বের করার চেষ্টা করেন। সেইসঙ্গে জেসিবি দিয়েও মাটি সরানোর চেষ্টা করা হয়। যদিও তাতে আরও বিপদ হতে পারে বলে আশঙ্কায় চিৎকার শুরু করেন স্থানীয় মানুষজন। অবশেষে দীর্ঘ চেষ্টার পর চার শ্রমিককে উদ্ধার করা সম্ভব হলেও তাঁরা মারাত্মকভাবে জখম হন। এবং তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় সমাজ সেবী ফুচু বাউরি বলেন,বাড়ি থেকে শুনলাম ধস নেমেছে। এসে দেখি চারজন চাপা পড়েছে। তাঁদের চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তিনজনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক।