২০২৩ সালে মার্চ মাসে সাড়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক যুবক। শনিবার জলপাইগুড়ি আদালতের রায়ে দোষী সাব্যস্ত করা হল তাকে। ২০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো ওই যুবক, একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড। এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বছর ৪০-এর ওই যুবক। দুই পরিবারের মধ্যে যোগাযোগ থাকায়, নির্যাতিতার বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। পুলিশ সূত্রে খবর ওই দিন চকোলেট কিনে দেওয়ার নাম করে ওই যুবক শিশুটিকে নিয়ে বাইরে বেড়িয়ে ছিলেন, তারপরই ফাঁকা এক জায়গায় নিয়ে গিয়ে ওই শিশুর উপর নির্যাতন চালায়।
তারপর শিশুটিকে নিয়ে বাড়ি চলে আসেন তিনি। বাড়ি ফেরার পর থেকেই যন্ত্রনায় ছট্ফট্ করছিলো শিশুটি। পরিবারের লোকের বিষয়টি সন্দেহজনক মনে হলে বিষয়টি জানতে চায় পরিবারের লোকজন, তখন সম্পূর্ণ ঘটনাটি পরিষ্কার হলে দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করে ওই পরিবার। তদন্তে নামে পুলিশ, পকসো ধারায় শুরু হয় মামলা। তার ভিত্তিতেই শনিবার আলিপুরদুয়ার আদালতে ধৃত ব্যক্তিকে সাজা শোনালেন বিচারক। নির্যাতিতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন এই কথা জানিয়েছেন, পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।