এক মহিলা পথচারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ২ ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় এক মহিলা সেন্ট্রাল পার্কের একটি স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ২ যুবক মহিলাকে ধাক্কা দিয়ে ওই মহিলার হাতে থাকা মোবাইল ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ। এর ফলে ওই মহিলা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হন। মাথায় চোট লাগে মহিলার। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ওই মহিলাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে আরো খবর, ঘটনার সময় এক ছিনতাইকারীকে ধরে ফেলেন স্থানীয়রা। আর এক যুবক পালিয়ে যায়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ পালিয়ে যাওয়া যুবককেও গ্রেফতার করে। ধৃতদের নাম রাহুল রায় ও শুভঙ্কর মাঝি। ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে।